Upcoming Events

Public procurement now more transparent /সরকারি ক্রয় এখন আরও স্বচ্ছ

Public procurement now more transparent

Says CPTU director at orientation for journalists in Narayanganj

Public procurement has now become more transparent and accountable with full digitization of electronic Government Procurement (e-GP) for inclusion of new modules, and the system would get further boost with establishment of the much expected Bangladesh Public Procurement Authority.

The transformation of the nodal agency Central Procurement Technical Unit (CPTU) into an authority is likely soon as the cabinet has already approved the draft of Bangladesh Public Procurement Authority Act 2023 in a meeting headed by Prime Minister Sheikh Hasina this month.

Md. Mahfuzar Rahman, Director (Joint Secretary), CPTU of the Implementation Monitoring and Evaluation Division (IMED), Ministry of Planning, informed this while speaking as the chief guest at an Orientation Program of Journalists on Public Procurement and e-GP at the office of Deputy Commissioner of Narayanganj on March 21, 2023.

He said the nodal agency CPTU that presently works as a unit would be made into an authority with separate office and headquarters in Dhaka initially and branches in other areas gradually.

The Orientation Program was organized in collaboration with the Central Procurement Technical Unit (CPTU) Bangladesh Center for Communication Programs (BCCP) under the Department of Implementation of the Ministry of Planning at the Hallroom Auditorium of the Narayanganj Deputy Commissioner's Office.

This program of CPTU has been organized in collaboration with the Bangladesh Center for Communication Programs (BCCP). With the help of the World Bank, CPTU Digitizing Implementation Monitoring and Public Procurement Project (DIMPPP) is implementing. Md. Manjur

ul Hafeez, Deputy Commissioner of Narayanganj presided over the program. Media Specialist of BCCP Golam Shahnee delivered welcome speech at the program moderated by its program  manager Mohammad Abdus Salam.

সরকারি ক্রয় এখন আরও স্বচ্ছ

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টেশনে সিপিটিইউ পরিচালক

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) এর সম্পূর্ণ ডিজিটাইজেশনের কারণে পাবলিক প্রকিউরমেন্ট এখন আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয়ে উঠেছে। আর বহুল প্রত্যাশিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রতিষ্ঠার সাথে এই সিস্টেমটি আরও কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা ইতিমধ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন ২০২৩-এর খসড়া অনুমোদন করেছে। এর মাধ্যমে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) একটি অথরিটিতে রূপান্তরিত হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সিপিটিইউ-র পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহফুজার রহমান পাবলিক প্রকিউরমেন্ট এবং ই-জিপি বিষয়ক সাংবাদিকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

২১ মার্চ, ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রোগ্রমে তিনি বলেন, নোডাল এজেন্সি সিপিটিইউ বর্তমানে একটি ইউনিট হিসেবে কাজ করছে এবং তা একটি অথরিটিতে রূপান্তরিত হবে। প্রাথমিকভাবে ঢাকায় আলাদা সদর দফতর এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শাখা থাকবে।

পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিশ্বব্যাংকের অর্থায়নে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি) এর অধীনে ইলেক্ট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বাস্তবায়ন করছে ।বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সিপিটিইউি এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।

অনুষ্ঠান ব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসিপির মিডিয়া বিশেষজ্ঞ গোলাম শাহনী।

অনুষ্ঠানে দুটি উপস্থাপনা করা হয়। মোঃ মাহফুজার রহমান "পাবলিক প্রকিউরমেন্ট, রিফর্মস অ্যান্ড আইডিয়াস অন ডিজিটাইজেশন" শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ডিনেট টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের প্রধান আন্দালিব বিন হক "পাবলিক প্রকিউরমেন্ট, সিটিজেন পোর্টাল এবং পিপলস এনগেজমেন্টে নাগরিক সচেতনতা" বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।