logo

সম্পাদকীয়

বিসিসিপি, জনস্ হপকিনস্ ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্, বাল্টিমোর, ইউএসএ-র উত্তরসুরী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (এসবিসিসি)-এর ক্ষেত্রে নানাবিধ কর্মসূচি পরিচালনা করার মাধ্যমে এশিয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ১৯৯৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিসিসিপি’র কার্যক্রম যে কেবল যোগাযোগ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেই সীমাবদ্ধ থেকেছে তা নয়, কমিউনিকেশন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও গবেষণার কাজও করে আসছে বিসিসিপি। এসকল কার্যক্রমের ভেতর দিয়ে এবং বিবিধ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘ অংশীদারিত্বের মাধ্যমে কাজ করার ফলে যে তথ্য, অভিজ্ঞতা ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সংগৃহীত হয়েছে বিসিসিপি’র ভাণ্ডারে, সেগুলো আরো যথাযথভাবে সংরক্ষণ এবং অন্যদের জন্যও কার্যকর করে তোলার পরিকল্পনা বিসিসিপি’র দীর্ঘদিনের। এ জন্য  প্রতিবছর ‘এ্যাডভানসেস ইন স্ট্রাটেজিক কমিউনিকেশন’ সহ অন্যান্য কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু সময়ের প্রেক্ষিতে এই পরিধি আরও বৃদ্ধি করা এবং এই প্রক্রিয়াকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে সম্প্রতি। মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও নলেজ ম্যানেজমেন্ট বিষয়ে নিয়মিত শিক্ষাক্রম পরিচালনার মাধ্যমে এসবিসিসি পেশাজীবী ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা। বিভিন্ন এসবিসিসি কার্যক্রমভিত্তিক গবেষণালব্ধ জ্ঞান, সাফল্য-ব্যর্থতার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক তথ্যাদি সংগ্রহ, যথাযথভাবে সংরক্ষণ ও অন্যদের প্রয়োজনে সেগুলো ব্যবহারের সুযোগ করে দেওয়া এবং হাতে-কলমে দক্ষতা বৃদ্ধিমূলক কোর্স পরিচালনা করা যাতে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও নলেজ ম্যানেজমেন্ট চর্চার বিষয়টি আরও শক্তিশালী হয়ে  উঠতে পারে। উল্লেখিত ক্ষেত্রগুলোতে বিরাজমান শূণ্যতা এই প্রতিষ্ঠানটি অনেকটাই পূরণ করতে পারবে এবং এর ফলে আরও ফলপ্রসূ এসবিসিসি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে আমরা মনে করি।
 
আমরা বিশ্বাস করি যে, আমাদের অংশীজন ও শুভানুধ্যায়ীরা বরাবরের মতোই পাশে থেকে এসবিসিসিকে আরো কার্যকরভাবে ব্যবহার করে মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য আগামী দিনের নেতৃত্ব তৈরিতে আমাদের এই উদ্যোগে সমর্থন প্রদান করবেন।

রোহিঙ্গা শরণার্থীদের সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বাংলা ও বার্মিজ ভাষায় যোগাযোগ উপকরণ

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর জেন্ডার বেজড  ভায়োলেন্স প্রকল্পের অধীনে টেকনাফ ও উখিয়া জেলার রোহিঙ্গা শরণার্থীদের সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) যোগাযোগ উপকরণ তৈরি করেছে। বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পারিবারিক সহিংসতা- এই তিনটি ইস্যুর উপর ভিত্তি করে বিলবোর্ড, পোস্টার, ফ্লায়ার, ফ্লিপচার্ট, ক্যাপ, টি-শার্ট ইত্যাদি উপকরণগুলো তৈরি সম্পন্ন হয়েছে। বিসিসিপি গবেষণার মাধ্যমে উদ্দীষ্ট জনগোষ্ঠীর যোগাযোগ সম্পর্কিত প্রয়োজনীয়তা  নিরূপণ করে তার ভিত্তিতে উপকরণগুলো তৈরি করে যা আইওএম তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্দিষ্ট জণগণের কাছে পৌঁছে দেয়। উদ্দীষ্ট জনগোষ্ঠীকে মাথায় রেখে বাংলা ভাষার পাশাপাশি বার্মিজ ভাষা ব্যবহার করা ছিল এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য বিষয়।                                                                                                                                                                       
আইওএম একটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সংস্থাটি বাংলাদেশের অভিবাসন সংক্রান্ত কার্যক্রমে বিভিন্ন ধরনের সহায়তা করছে। আইওএম লিঙ্গভিত্তিক সহিংসতা বা জেন্ডারভিত্তিক সহিংসতা ছাড়াও স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করে আসছে।

ডিজিটাল বিলবোর্ড

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ বাস্তবায়ন করছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এই প্রকল্পের অধীনে সরকারি ক্রয় বিষয়ক সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বাস্তবায়নে সিপিটিইউ-এর পরামর্শক ফার্ম হিসেবে কাজ করছে। এই কার্যক্রমের অধীন বিসিসিপি ইলেকট্রনিক  গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি-এর অগ্রগতি সংক্রান্ত হালনাগাদ তথ্য সম্বলিত ২টি ডিজিটাল বিলবোর্ড তৈরি এবং স্থাপন করেছে। এর একটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন জাতীয় প্রেস ক্লাবের নিকট এবং অপরটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন ফার্মগেট এলাকায়, ওভার  ব্রিজের নিকট স্থাপন করা হয়েছে।
বিলবোর্ড ২টিতে ই-জিপি সিস্টেমে বাস্তবায়িত দেশের মোট দরপত্রের হালনাগাদ সংখ্যা এবং এ সকল দরপত্রের সর্বমোট মূল্য লাইভ ডাটা হিসেবে প্রদর্শিত হয়। এছাড়াও সরকারি ক্রয়কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা এবং দ্রুততা আনয়নে  ই-জিপি’র ভূমিকা ও সুবিধা সম্পর্কেও বিলবোর্ডে বার্তা প্রদান করা হয়েছে। 
পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি গত ২৭ এপ্রিল ২০১৬ তারিখে জাতীয় প্রেস ক্লাব এলাকায় স্থাপিত বিলবোর্ডটি উদ্বোধন করেন। জনাব ফারুক হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), সিপিটিইউ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপিত ই-জিপি ডিজিটাল বিলবোর্ড দুটি সরকারি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, নীতিনির্ধারক এবং জনগণের মনোযোগ আকর্ষণ করছে, যা ইলেকট্রনিক ক্রয় ব্যবস্থার স্বচ্ছ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রংধনু ক্লিনিক ও লোগো প্রমোশন কার্যক্রম

শহরাঞ্চলের মানুষ, বিশেষ করে মহিলা ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস্ ডেলিভারী প্রজেক্ট (ইউপিএইচসিএসডিপি) দেশের ১০টি সিটি কর্পোরেশন ও নির্বাচিত ৪টি পৌরসভায় অবস্থিত ২৫টি পার্টনারশীপ এলাকায় নিয়োজিত পিএ এনজিও’র মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে। নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র নামে পরিচিত মোট ১৩৮টি রংধনু ক্লিনিকের মাধ্যমে এই প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের কাজ চলছে। রেড কার্ডধারী দরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে এবং অন্য সেবাগ্রহীতাদের স্বল্পমূল্যে উন্নতমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এ প্রকল্পের মূল বৈশিষ্ট্য। এ সেবা গ্রহণ করে শহরবাসী যাতে উপকৃত হতে পারেন, সেজন্য প্রদত্ত সেবা সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে জানানোর উদ্দেশ্যে ব্যাপক প্রচারণা চালানো এ প্রকল্পের মূল কাজগুলোর অন্যতম। তারই অংশ হিসেবে প্রকল্পের ২৫টি পিএ এলাকার সবগুলোতেই সম্প্রতি রংধনু ক্লিনিক ও লোগো প্রমোশন কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ)-এর তত্ত্বাবধানে প্রকল্পের বিসিসিএম ফার্ম বিসিসিপি’র আয়োজনে প্রতিটি পিএ এলাকায় সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পরিচালিত এ প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্যই ছিল রংধনু ক্লিনিক এবং ক্লিনিক থেকে প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে স্থানীয় জনগণকে জানানো।
 
গত ২০ মে ২০১৭ ঢাকার পল্লবীতে সকাল ৯টায় এক আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সার্ভিস ব্র্যান্ডিং লোগো ‘রংধনু’র প্রচার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইউপিএইচসিএসডিপি’র প্রকল্প পরিচালক জনাব মোঃ আবদুল হাকিম মজুমদার এনডিসি; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এসএমএম সালেহ ভূঁইয়াসহ পিএমইউ, পিআইইউ, বিসিসিপি এবং পিএ এনজিও কেএমএসএস-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প পরিচালক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে লোগো প্রমোশন কার্যক্রমের উদ্বোধন করেন। 
 
উদ্বোধনের পর বিশেষভাবে সজ্জিত ঘোড়ার গাড়ির সাথে অন্যান্য যানবাহনের একটি বহর থেকে ঐ এলাকায় অবস্থিত প্রতিটি রংধনু ক্লিনিক সংলগ্ন লোকালয়ে মাইকযোগে প্রচার চালানো হয় এবং জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনগণের মধ্যে রংধনু ক্লিনিক সম্পর্কে জানার আগ্রহ পরিলক্ষিত হয়। উল্লেখ্য, প্রকল্পের মোট ২৫টি পিএ ইউনিটের প্রতিটিতে একই আঙ্গিকে ‘রংধনু’ লোগো প্রমোশন কার্যক্রম পরিচালিত হয়। 
 
এছাড়াও বিসিসিএম কার্যক্রমের ধারাবাহিকতায় ইউপিএইচসিএসডিপি’র আওতাধীন ২৫টি পিএ ইউনিটে প্রকল্প এলাকার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার ওয়ার্ডসমূহের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রভাবশালী ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী ও বস্তি নেতাদের প্রকল্প কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট করার উদ্দেশ্যে রংধনু ক্লিনিক এবং এসব ক্লিনিক থেকে প্রাপ্ত সেবা সম্পর্কিত বিষয়ে অবহিত করণের লক্ষ্যে পিএমইউ’র তত্ত্বাবধানে বিসিসিপি উল্লিখিত স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়ের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।

স্প্রিংবোর্ড হাইলাইটস এপ্রিল-জুন, ২০১৭

  হেল্‌থ কমিউনিকেশন ক্যাপাসিটি কোলাবরেতিভ(HC3) গত কোয়ার্টার এ স্প্রিংবোর্ডের ‘ইউজার চ্যালেঞ্জ’ প্রচারণা পরিচালনা করে এবং স্প্রিংবোর্ড সদস্যদের আলোচনায় অংশগ্রহণ ও পোস্ট করার জন্য উৎসাহ  প্রদান করে। স্প্রিংবোর্ড আঞ্চলিক সচিবালয় টিম প্রচারণাতে যোগদানের জন্য স্প্রিংবোর্ড সদস্যদের সংগঠিত করে। স্প্রিংবোর্ড প্লাটফর্মে তথ্য পোস্ট করার জন্য স্প্রিংবোর্ড আঞ্চলিক সচিবালয় টিম “Adolescent Friendly Health Corners in Selected Government Health Facilities in Bangladesh” এবং “Food Systems and Nutrition in Bangladesh” এর উপর প্রোগ্রামে  অংশগ্রহণ করে। এছাড়াও স্প্রিংবোর্ডে আলোচনা এবং পোস্ট এর মাধ্যমে ‘আন্তর্জাতিক মা দিবস’, ‘জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস’ ও ‘বিশ্ব তামাক-মুক্ত দিবস’ পালনকল্পে উদযাপন করা হয়। স্প্রিংবোর্ড আঞ্চলিক সচিবালয় টিম বাংলাদেশে এসবিসিসি পেশাদারদের জন্য “Global SBC Community and Springboard: Prospects and Challenges” এর উপর একটি শিক্ষা ফোরাম আয়োজন করে, যেখানে সুজান সি, ক্রেন, নির্বাহী পরিচালক, JHUCCP মূল বক্তব্য প্রদান করেন । স্প্রিংবোর্ড আঞ্চলিক  সচিবালয় ভারতের নিউ দিল্লীতে ৫ম স্প্রিংবোর্ড গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, যেখানে স্প্রিংবোর্ডের প্রচারমূলক নির্দেশিকার একটি কেস স্টাডি সচিত্র উপস্থাপন করা হবে। স্প্রিংবোর্ড আঞ্চলিক সচিবালয় টিম স্প্রিংবোর্ডের প্রচার উপকরণের নকশা, উৎপাদন এবং বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করে। স্প্রিংবোর্ড সদস্য প্রোফাইল অনলাইনে সম্পূর্ণ করার জন্য HC3 থেকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ী সুমিত বনিককে বিসিসিপি’র মাধ্যমে একটি নতুন স্যামসাং ট্যাব হস্তান্তর করা হয়। 
স্বাস্থ্য যোগাযোগ অনুশীলনকারী এবং পেশাদারদের জন্য সর্ববৃহৎ বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম স্প্রিংবোর্ড  তার সদস্যদের মধ্যে পরস্পর সংযুক্ত হয়ে ধারণা, অভিজ্ঞতা ও জ্ঞান ভাণ্ডারের আদান প্রদান চর্চা করে একত্রে স্বাস্থ্য যোগাযোগের অনুশীলন উন্নত করার লক্ষে প্রচেষ্টা অব্যাহত রেখেছে । স্প্রিংবোর্ডে নিবন্ধন করতে অনুগ্রহ করে পরিদর্শন করুন - https://healthcomspringboard.org/register-for-springboard

ICT4D বিষয়ক ৯ম আন্তর্জাতিক সম্মেলন ২০১৭ এ অংশগ্রহণ

 

গত মে ১৫-১৮, ২০১৭ তারিখে ভারতের হায়দ্রাবাদে ICT4D বিষয়ক ৯ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে Anudip, CRS, Dalberg, Digital Impact Alliance (DIAL), ESRI, ICRISAT, iMerit, Mercy Corps, NetHope & World Vision । সম্মেলনের উদ্দেশ্য ছিল প্রযুক্তির নতুনত্ব এনে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।
কনফারেন্সে জাতিসংঘের Sustainable Development Goals এর অর্জনকে গতিশীল করার জন্য data ব্যবহারের উপর নজর দেওয়া হয়েছে- যা একটি সুস্থ, সমৃদ্ধ এবং আধুনিক বিশ্বের তৈরি করতে সহায়তা করবে। 
 
সম্মেলনে ১০০০ এর বেশি অংশগ্রহণকারী, ৭৬টি দেশের ৩০টি প্রদর্শনী এবং ৩০০টিরও বেশি সংগঠন অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর পক্ষে পরেশ চন্দ্র রায়, সিনিয়র অফিসার আইটি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। 
 
উল্লেখ্য কর্মীদের দক্ষতা উন্নয়ন বিসিসিপি’র একটি চলমান প্রক্রিয়া। বিসিসিপি কৌশলগত পরিকল্পনা ২০২০-এ ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে গুরুত্ব প্রদান করে মিডল ম্যানেজমেন্ট-এর দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিসিসিপি মিডল ম্যানেজমেন্ট প্রফেশনালদের সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের নেতৃত্বে আসতে উৎসাহী করছে।  এছাড়া দেশের ভিতরে ও বাইরে বিভিন্ন ধরনের ট্রেনিং, ওরিয়েন্টেশন, ওয়ার্কশপ, কনফারেন্সে অংশগ্রহণ ও গবেষণাপত্র উপস্থাপনের জন্যও উৎসাহ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পরেশ চন্দ্র রায়কে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়।  
 

 

দক্ষিণ এশিয়া লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণ

 গত ৭ থেকে ১৩ মে ২০১৭ নেপালের কাঠমুন্ডুতে ‘দক্ষিণ এশিয়া লিডারশীপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। দ্যা ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকুলসিস এন্ড লাং ডিজিস (দ্যা ইউনিয়ন), জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, এ্যাকশন নেপাল এবং নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রোগ্রামটি যৌথভাবে জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং ব্লুমবার্গ ইনিশিয়েটিভস এর পার্টনারদের সহযোগিতায় আয়োজন করা হয়। ব্লুমবার্গ ইনিশিয়েটিভের মাধ্যমে ব্লুমবার্গ ফিলানথ্রপিস তামাক ব্যবহার হ্রাসের জন্য এই অর্থ প্রদান করে থাকে। 
 
কার্যকরি তামাক নিয়ন্ত্রণ পলিসি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য দক্ষ ও সক্ষম জনশক্তি তৈরির অংশ হিসেবে এই লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামের কোর্স সেশনে পলিসি প্রণয়ন, এডভোকেসি, যোগাযোগ, কর্মসূচি বাস্তবায়ন, মূল্যায়ন, ব্যবস্থাপনা, লিডারশীপ ইত্যাদি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়। 
 
সাতদিনব্যাপী সার্কভুক্ত আটটি দেশের ৭৪জন অংশগ্রহণকারী এই লিডারশীপ প্রোগ্রামে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর পক্ষে সায়েরা আমীর, ম্যানেজার, মেসেজ ডেভলপমেন্ট এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য কর্মীদের দক্ষতা উন্নয়ন বিসিসিপি’র একটি চলমান প্রক্রিয়া। বিসিসিপি কৌশলগত পরিকল্পনা ২০২০-এ    ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে গুরুত্ব প্রদান করে মিডল ম্যানেজমেন্ট-এর দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিসিসিপি মিডল ম্যানেজমেন্ট প্রফেশনালদের সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের নেতৃত্বে আসতে উৎসাহী করছে।  এছাড়া দেশের ভিতরে ও বাইরে বিভিন্ন ধরনের ট্রেনিং, ওরিয়েন্টেশন, ওয়ার্কশপ, কনফারেন্সে অংশগ্রহণ ও গবেষণাপত্র উপস্থাপনের জন্যও উৎসাহ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় সায়েরা আমীরকে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়।