টেলিভিশন ও বেতার এ পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম এর জন্য সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম

পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ এর আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিবিসিপি) টেলিভিশন ও বেতার এ পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম এর জন্য সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করছে।
প্রকল্পের অধীনে উদ্দিষ্ট জনগোষ্ঠীর চাহিদার কথা চিন্তা করে একটি নির্দিষ্ট থিমে অডিও এবং মিউজিক ভিডিও তৈরি করা হয়। মিউজিক ভিডিওটি বিটিভি, চ্যানেল আই, সময় টিভি, বৈশাখী টিভি, দেশ টিভি এবং থিম সং বাংলাদেশ বেতার, রেডিও এবিসি, রেডিও আমার ও রেডিও স্বাধীন এ সম্প্রচার করা হয়েছে।
প্রকল্পের আওতায় ইলেকট্রনিক গভর্নমেণ্ট প্রকিউরমেন্ট তথা ই-জিপি বিষয়ক একটি টেলিভিশন বিজ্ঞাপন ও রেডিও বিজ্ঞাপন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এতে ই-জিপি বিষয়ক প্রচারণা এবং সরকারি ক্রয়ে ই-জিপি: সহজ, দ্রুত, নশ্চিন্ত ” এবিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে। টেলিভিশন বিজ্ঞাপনটি বিটিভি, একুশে টিভি, আর টিভি, দীপ্ত টিভি, সময় টিভি, বাংলাভিশন, ইন্ডিপেনডেণ্ট টেলিভিশন, চ্যানেল ২৪, ডিবিসি নিউজ এ ২ মাসব্যাপি প্রচারিত হয়েছে এবং রেডিও বিজ্ঞাপনটি বাংলাদেশ বেতার, রেডিও আমার, ঢাকা এফএম, রেডিও এবিসি ও রেডিও টুডে তে ২ মাস সম্প্রচার করা হয়েছে।
প্রকল্পের আওতায় ৮ পর্বের একটা সিরিজ টিভি টক শো তৈরি করা হয়, যা চ্যানেল-২৪ এবং একুশে টিভিতে ইতোমধ্যে সম্প্রচারিত হয়েছে। টক শোতে পাবলিক প্রকিউরমেন্টে ই-জিপি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেয়া ও করা হয়। টিভি টক শো প্রদর্শনের পূর্বে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ( প্রথম আলো, সমকাল এবং বাংলাদেশ প্রতিদিন) বিজ্ঞাপন প্রকাশিত হয়।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সহায়তায় পাঠানো ৫টি ভিন্ন ভিন্ন এসএমএস এর মাধ্যমে ২৫,০০০ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে প্রায় ৭৫০,০০০ বার সরাসরি বার্তা পৌঁছানো হয়।
পাশাপাশি সরকারি ক্রয়কারী সংস্থা, দরদাতা, ঠিকাদার, সাংবাদিক, সুশীল সমাজ, মিডিয়া এবং অন্যান্য প্রায় ৩০,০০০ উদ্দিষ্ট জনগোষ্ঠীর কাছে বিভিন্ন সময়ে ৫টি ভিন্ন ভিন্ন মূলবার্তা সরাসরি ই-মেইল এর মাধ্যমে পাঠানো হয়।