সিলেট স্টুডেন্ট এন্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস্ (সিলেট এসএলডিডাব্লিউ)

ইউএসএইড-এর অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগ্রাম, ইউএস এ্যাম্বাসি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর সহায়তায় এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এ্যাফেয়ার্স (আইডিয়া)’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) ‘সিলেট স্টুডেন্ট এন্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস্’(সিলেট এসএলডিডাব্লিউ)- কার্যক্রমটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পটির অধীনে সিলেটে অবস্থিত নির্ধারিত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ৬টি বিষয়ভিত্তিক ওয়ার্কশপসহ ক্যাম্পাস ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নির্ধারিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও এম. সি. কলেজের নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর মনোনীত সদস্যগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
ছাত্র ও পুলিশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সমকালীন সামাজিক বিষয়সহ স্থিতিশীল সমাজ গঠন, নেতৃত্বের উন্নয়ন, দেশপ্রেম, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তঃধর্মীয় সংলাপ, জীবন দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে জ্ঞান উন্নয়নের মাধ্যমে ছাত্রসমাজের সহনশীলতা বৃদ্ধি করা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
পুলিশ ও ছাত্রদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং তাদের সংগঠনগুলোর ইতিবাচক ধারণা তৈরির মাধ্যমে সহিংসতা, চরমপন্থা, রেডিক্যালাইজেশন এবং আন্তঃধর্মীয় কার্যক্রম বিষয়ে সংলাপ শুরু করা, শান্তিপূর্ণ উপায় দ্বন্দ্ব নিরসনে উৎসাহিত করাকে এই কার্যক্রম গুরুত্ব দিয়ে থাকে। এ ছাড়াও সিলেট এসএলডিডব্লু প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্ব তৈরি, যোগাযোগ এবং ভাব বিনিময়ের জন্যে একটি নেটওয়ার্ক তৈরি করা হবে- যা ছাত্র সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্যে অবদান রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।
১ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বছরব্যাপী এ প্রকল্পের প্রথম ৩ মাসে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সম্পর্ক সম্বন্ধে ধারণা এবং এই সম্পর্ককে প্রভাবিত করে এমন বিষয় চিহ্নিত করাসহ কীভাবে এই সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়- এ বিষয়ে একটি জরিপকার্য পরিচালিত হয়। বিসিসিপি’র তত্ত্বাবধানে ইনোভেটিভ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিঃ (আইআরসি) জরিপটি কার্যক্রম পরিচালনা করে।

‘সিলেট স্টুডেন্ট এন্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস্’(সিলেট এসএলডিডাব্লিউ) নামক এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটি স্টেকহোল্ডারদের সাথে ৩টি স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়।
সিলেট এসএলডিডাব্লিউ নামক প্রকল্পটি ফলপ্রসূভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট একটি ‘প্রজেক্ট স্টিয়ারিং/এ্যাডভাইজরি কমিটি’গঠন করা হয়।
এই প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য কর্মশালার নির্ধারিত ৬টি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা কি- সে বিষয় জানার জন্য উল্লিখিত ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩টি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের মনোনীত সদস্যদের সাথে ১টিসহ মোট ৪টি এফজিডি পরিচালনা করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ৬টি কর্মশালা আয়োজনের লক্ষ্যে অংশগ্রহণকারী নির্বাচনের জন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এর ফলে ওয়ার্কশপে অংশগ্রহণের লক্ষ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ৫০ জন শিক্ষার্থীকে এই কর্মশালায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে কর্মশালা পরিচালনা করাসহ বাকি কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।