এইচপিএন কর্মসূচি ও এর উত্তম প্রভাব অর্জনের লক্ষ্যে প্রণোদনা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে এসবিসিসিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে

এইচপিএন কর্মসূচি ও এর উত্তম প্রভাব অর্জনের লক্ষ্যে প্রণোদনা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে এসবিসিসিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে
জনাব মোঃ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
এইচপিএন এসবিসিসি কৌশল সংক্রান্ত জাতীয় কমিটি’র ১ম সভা বিগত ০৫ মে ২০১৯ তারিখ অপরাহ্ন ০৩-০০ টায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে জনাব মোঃ হাবিবুর রহমান খান, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য), স্বাস্থ্য সেবা বিভাগ; জনাব কাজী আ.খ.ম. মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; জনাব সুশান্ত কুমার সাহা, মহাপরিচালক, নিপোর্ট; মিজ্ পারভিন আক্তার, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য), স্বাস্থ্য সেবা বিভাগ; ডাঃ মোঃ শাহনেওয়াজ, মহাপরিচালক, বিএনএনসি; জনাব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, যুগ্ম-সচিব (নগর উন্নয়ন-২ অধিশাখা), স্থানীয় সরকার বিভাগ; ডাঃ এ মোঃ মহিউদ্দিন ওসমানী, যুগ্মপ্রধান, স্বাস্থ্য সেবা বিভাগ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট ইউনিটসমূহের লাইন ডিরেক্টর, অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিগণও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপিত বার্ষিক এইচপিএন এসবিসিসি মনিটরিং রিপোর্ট ২০১৭-১৮ কে দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী কর্তৃক পরিচালিত ও বাস্তবায়িত এসবিসিসি কার্যক্রমের ব্যাপ্তি, মাধ্যম প্রবণতা ও ভৌগলিক বিস্তারের সামগ্রিক চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে জোর দেয়া হয়। এইচপিএন কর্মসূচি ও এর উত্তম প্রভাব অর্জনের লক্ষ্যে প্রণোদনা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনায় এসবিসিসিকে গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সভার সভাপতি ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম সকলকে আহ্বান জানান। তিনি কর্মসূচির ফলাফল পরিমাপে এই রিপোর্টটিকে একটি নির্দেশনামূলক দলিল আখ্যা দিয়ে এই রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদানের জন্য ইউএসএআইডি উজ্জীবন এসবিসিসি প্রজেক্ট ও দাতা সংস্থা ইউএসএআইডিকে ধন্যবাদ জানান।