ইউপিএইচসিএসডিপি-র বিসিসিএম কার্যক্রমের যাত্রা শুরু

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এশিয়ান উন্নয়ন ব্যাংক ও অন্যান্য সহযোগী অর্থসহায়তাকরীদের আর্থিক সহায়তায় স্থানীয় নগর প্রতিনিধি ও বেসরকারী উন্নয়ন সংস্থার মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রজেক্ট (১৯৯৮-২০০৫) এবং দ্বিতীয় আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রজেক্ট (২০০৫-২০১১) নামে দুটি প্রকল্প সম্পাদন করেছে। পূর্ববর্তী দুটি প্রকল্পের মাধ্যমে বিকশিত হওয়ায়, স্থানীয় সরকার বিভাগ এশিয়ান উন্নয়ন ব্যাংক, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সি এবং জাতিসংঘের পপুলেশন ফান্ড-এর আথিক সহায়তায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট বা ইউপিএইচসিএসডিপি (জুলাই ২০১২ - জুন ২০১৭)-এর যাত্রা শুরু করেছে।
প্রকল্পের লক্ষ্য হলো দক্ষ, কার্যকর ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও ব্যবহারের মাধ্যমে নগরবাসীর বিশেষত দরিদ্রদের স্বাস্থ্য অবস্থার উন্নয়ন এবং প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে: (১) দরিদ্রদের বিনামূল্যে সেবা প্রদানের উদ্দেশ্যে প্রকল্প এলাকায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসের প্রবেশাধিকার এবং ব্যবহারের উন্নয়ন; (২) প্রকল্প এলাকায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসের গুণগত মান বৃদ্ধি; এবং (৩) শহর এলাকার দরিদ্রদের চাহিদা মেটাতে আরবান প্রাইমারী হেলথ কেয়ার ডেলিভারী সিস্টেমের ক্ষেত্রে মূল্য-সাশ্রয়, দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক ও আর্থিক টেকসইয়ের উন্নয়ন ঘটানো।
ইউপিএইচসিএসডিপি-র সহায়তার মাধ্যমে বিসিসিপি আচরণ পরিবর্তন যোগাযোগ ও বিপণন (বিসিসিএম) কার্যক্রম সম্পাদন করছে যা জুলাই ২০১৫ হতে আরম্ভ হয়েছিল। বিসিসিএম কার্যক্রমের অধীনে বিসিসিপি ইতোমধ্যে নিচের তিনটি কার্যাবলী সম্পন্ন করেছে।
ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: ইউপিএইচসিএসডিপি-র বিসিসিএম বিষয়ক ইনসেপশন কর্মশালা গত ১০ আগস্ট, ২০১৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়। পিএমইউ, পিআইইউ এবং পিএ এনজিও থেকে মোট ৪০জন অংশগ্রহণকারী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ইউপিএইচসিএসডিপি-র প্রকল্পের পরিচালক জনাব মোঃ আবু বকর ছিদ্দীক ইনসেপশন কর্মশালাটি সভাপতিত্ব করেন। মিস জুয়েনা আজিজ, মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ধীরাজ কুমার নাথ, স্টাফ কনসালটেন্ট, এডিবি, বিআরএম, ঢাকা; ইউএনএফপিএ-র প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ডাঃ রফিকুস সুলতান; ইউপিএইচসিএসডিপির প্রকল্পের উপ-পরিচালক জনাব মোঃ সাবিরুল ইসলাম (প্রশাসন ও প্রশিক্ষণ); এবং ইউপিএইচসিএসডিপির প্রকল্পের উপ-পরিচালক ডা. ইয়াছমিন জাহান (সার্ভিস ডেলিভারী)।
কর্মশালায় ৪টি অধিবেশন ছিল: উদ্বোধনী অধিবেশন; বিসিসিএম বিষয়ক প্রতিবেদন উপস্থাপনা যা বিসিসিএম টিম লীডার মিজ ইয়াসমিন খান উপস্থাপন করেন; একটি আলোচনা অধিবেশন যেখানে প্রতিবেদন উপস্থাপনের পর কিছু সুপারিশমালা তৈরি করা হয়; এবং সমাপনী অধিবেশন যেখানে অতিথিরা এবং সভাপতি বিসিসিএম-এর উপাদানসমূহ শক্তিশালী করতে তাদের মতামত দেন। এই কর্মশালায় বিসিসিপি-র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাগত বক্তব্য রাখেন।
ট্রেনিং নীডস এসেসমেন্ট (টিএনএ) এবং বিসিসিএম নীডস এসেসমেন্ট জরিপ: বিসিসিপি গত ১৮-৩১ আগস্ট, ২০১৫ পর্যন্ত একটি ট্রেনিং নীডস এসেসমেন্ট (টিএনএ) এবং একটি বিসিসিএম নীডস এসেসমেন্ট জরিপ কাজ পরিচালনা করে। এই জরিপ ৫টি সিটি করপোরেশন ও ২টি পৌরসভায় পরিচালিত হয়, সেগুলো হচ্ছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ পৌরসভা। এই জরিপ কাজের উদ্দেশ্য হচ্ছে আচরণ পরিবর্তন যোগাযোগ ও বিপণন (বিসিসিএম) এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ ও কাউন্সেলিং (আইপিসি/সি) বিষয়ে নির্বাচিত এনজিও স্টাফদের বর্তমান দক্ষতা যাচাই করা; বিসিসিএম ও আইপিসি/সি-এর ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষা জানা; এবং আসন্ন প্রশিক্ষণ কার্যক্রমে মাস্টার ট্রেনার হিসেবে নিযুক্ত প্রকল্প স্টাফদের প্রস্তুতি নিরূপণ করা। বলা আবশ্যক যে, এই জরিপ কাজটি উপরোক্ত সিটি কর্পোরেশন ও পৌরসভার পিএ এনজিওদের প্রকল্প ব্যবস্থাপক, পরিবার পরিকল্পনা সমন্বয়ক, ক্লিনিক ব্যবস্থাপক, কাউন্সিলর, প্যারামেডিক, মাঠ পরিদর্শক, সার্ভিস প্রমোটর, ফ্যামেলি ওয়েলফেয়ার ভিজিটরের মধ্যে পরিচালিত হয়েছিল।
ম্যাসেজ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত: গত ১৩-১৫ সেপ্টেম্বর, ২০১৫ পর্যন্ত একটি মেসেজ ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা মুন্সিগঞ্জের ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে অনুষ্ঠিত হয়। পিএমইউ, পিআইইউ এবং পিএ এনজিও থেকে মোট ৩০জন অংশগ্রহণকারী তিন দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিএইচসিএসডিপি-র প্রকল্প পরিচালক জনাব মোঃ আবু বকর ছিদ্দীক। কর্মশালায় অংশগ্রহণকারীগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিসিসিএম সম্পর্কে তাদের পরিকল্পনা আদান-প্রদান করেন যেখানে বার্তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলীয় কাজে অংশ নিয়ে তারা প্রকল্পের বিদ্যমান বিসিসিএম কৌশলের পাঁচটি মুখ্য আচরণ নির্ধারণ উল্লেখপূর্বক কিছু বার্তা প্রণয়ন করেন। কর্মশালার সমাপনী অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) এবং ডা. ইয়াছমিন জাহান, উপ-প্রকল্প পরিচালক (সার্ভিস ডেলিভারী)। মিজ ইয়াসমীন খান, টিম লীডার, বিসিসিএম, প্রধান ফ্যাসিলিটেটর ও কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।